ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম মাহবুবের বিরুদ্ধে গরীব, অসহায়-দরিদ্র মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সকল ওয়ার্ড কাউন্সিলরদের ৩ লক্ষ টাকা প্রদান করেন। যা প্রতেক ওয়ার্ডের গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করার কথা। কিন্তু ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম মাহবুব সেই ৩ লক্ষ টাকা গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করেননি বলে অভিযোগ করছে এলাকাবাসী।
এ বিষয়ে কথা হয় এলাকার সাধারণ জনগণের সঙ্গে। নাম গোপন রাখা শর্তে একজন এলাকার বাসিন্দা বলেন, ১নং ওয়ার্ডের কোনো গরীব-অসহায় কেউ ডিএসসিসির এই অর্থ পায়নি এবং এই বিষয় আমি প্রতিবাদ করলে আমাকে বিভিন্নভাবে কাউন্সিলর তার সন্ত্রাস বাহিনী দ্বারা হুমকি দেয়।
১নং ওয়ার্ডের একজন আওয়ামী লীগ নেতা বলেন, কাউন্সিলর মাহবুবের এই সকল খারাপ কর্মকাণ্ডের কারণে দলের নাম খারাপ হচ্ছে। আমরা তার এই খারাপ কর্মকাণ্ডের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
এছাড়া ১ নং ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ কাউন্সিলর মাহবুবের এই কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, যে কাউন্সিলরের শপথ পরবর্তী গরীবের অর্থ আত্মসাতের মতো নিকৃষ্ট কর্মকাণ্ড করেন তার কাছে আমরা ১নং ওয়ার্ডবাসী সম্পূর্ণ অনিরাপদ।