বিনোদন ডেস্ক:
বাংলাদেশে বর্তমান সময়ের জনপ্রিয় বিনোদন মাধ্যম মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রি। তরুণ প্রজন্মের মেধা ও যোগ্যতার উৎকর্ষ সাধনে বিভিন্ন পর্যায়ের ছোট বড় কোম্পানি গড়ে তুলেছেন ইউটিউব ও মিউজিক ভিডিওর ব্যবসা। এর মাধ্যমে ইন্ডাস্ট্রির জগতে উঠে এসেছে মেধাবী ও পরিশ্রমী অনেক গায়ক, গায়িকা ও মডেল। তেমনি একজন অভিনেত্রী ও মডেল এর নাম তানিয়া রিধি।
ইতোমধ্যে বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় বেশ কিছু নাটক ও গানে অভিনয় করেছেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হলো- পলাশ খান পরিচালিত, জাতির জনকের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাকে নিয়ে নির্মিত নাটক “বঙ্গমাতার আদর্শ”, জনপ্রিয় শিল্পী ফরিদা পারভীনের “কেন পিরিতি শিখেলে বন্ধু”, কামরুজ্জামান রাব্বির “পোড়া হৃদয়”, প্রিয়াঙ্কা ও শেখ প্রকাশের “রাইখো পরানে”, মনির খানের “সাথী হারা”,এস কে মাসুদের “লাল সুন্দরী”, ইমন খানের “আহত পাখি”সহ আরো অনেক গানের মডেল হয়েছেন। এছাড়াও তিনি ডকুমেন্টারিতে অভিনয় করা ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।
তিনি তার অনুভূতি থেকে বলেন, বর্তমান সময়ে ইন্ডাস্ট্রি অত্যন্ত প্রতিযোগিতার। প্রত্যেকে তার যোগ্যতা ও মেধার ভিত্তিতে এগিয়ে যাবে। সেই ছোট বেলা থেকে অভিনয়টা আমার নেশা। তবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি মাত্র এক বছর। আমার স্বপ্ন আমি চলচ্চিত্রের নায়িকা হবো। নতুন একটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সকলের দোয়া ও ভালোবাসার মাধ্যমে দর্শকের হৃদয় জয় করতে চাই।